লুটন: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা জেনারেল আতাউল গণি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে MAG Osmani Memorial Trust, Luton-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি (সোমবার) লুটনের আনন্দ মহল রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব নুরুল গণি এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুনু।
অনুষ্ঠানে লুটনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ বাবুল, শামীম আহমেদ, আবু জাহেদ, খুররম চৌধুরী, তাজুল ইসলাম নিটু, মোশাহিদ আহমেদ বেলাল, সৈয়দ দেলোয়ার, মুহিবুর রহমান লাবলু, আব্দুল্লাহ মিয়া, নাজমুল চৌধুরী, আব্দুল বাছিত চৌধুরী, জাযেদ মানিক চৌধুরী, আশরাফ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, মাহবুবুল করিম সোয়েদ, বদরুল আমিন, সিরাজ চৌধুরী, মিনাল চৌধুরী, শাহেদ চৌধুরী, তালাত মাহমুদ, হাফিজ হুসেন আহমেদ বেলাল, পাবেল আহমেদ, আব্দুল আওয়াল, আজাদ মিয়া ও আনহার মিয়া প্রমুখ।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রশিদ বাবুল, শামীম আহমেদ, আবু জাহেদ, খুররম চৌধুরী, মোশাহিদ আহমেদ বেলাল, সৈয়দ দেলোয়ার, আব্দুল্লাহ মিয়া, আব্দুল বাছিত চৌধুরী, নাজমুল চৌধুরী, জাযেদ মানিক চৌধুরী, সিরাজ চৌধুরী ও মাস্টার আশরাফ উদ্দিন।
বক্তাগণ জেনারেল ওসমানীর বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জাতির এই মহান নেতার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁর আদর্শ ও দেশপ্রেমিক চেতনা থেকে আগামী প্রজন্ম শিক্ষা নিতে পারবে।
অনুষ্ঠানের শেষে জালালাবাদ মসজিদের খতিব পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন, যেখানে জেনারেল ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, জেনারেল এম. এ. জি. ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিবাহিনী সুসংগঠিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান আলোচকরা।
প্রতিবেদক – মোহাম্মদ এ হোসেইন ইউকে