বঙ্গনিউজবিডি ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে সুকেশ ও জ্যাকলিন নাম দুটি খুবই পরিচিত। একসময় প্রেম করলেও এখন দুজনের পথ আলাদা । টাকা আত্মসাতের অভিযোগে হাজতে সুকেশ। তার সঙ্গে আদালতে হাজিরা দিতে হচ্ছে জ্যাকলিনকেও।
তবে সাবেক প্রেমিকার প্রতি ভালোবাসা কমেনি ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের। তাই তো জেল থেকে বেরিয়ে আদালতে যাওয়ার সময়ও সুকেশের মুখে সবার আগে এসেছে জ্যাকলিনের নাম। একটিবার যেন তার পক্ষ থেকে নায়িকাকে প্রেম দিবসের শুভেচ্ছা জানানো হয়, এই আরজিই করল সাংবাদিকদের।
সুকেশের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রথমে কিছু বলতে না চাইলেও, জানুয়ারি মাসের প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন জ্যাকলিন। জানিয়েছিলেন প্রেমের কথা। সেই সঙ্গে জানান কীভাবে সুকেশ তাকে ঠকিয়েছে।
২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল। সুকেশের জন্য একাধিকবার জ্যাকলিনকে আদালতে হাজিরা দিতে হয়েছে। এই সম্পর্ক থেকে মুক্তি চান তিনি। এমনটাই খবর। কিন্তু সুকেশ এখনও পর্যন্ত জ্যাকলিনের সম্পর্কে কোনো মন্দ কথা বলেননি।