দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার দাউদকান্দিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার নাঈমা ইসলাম।
এসম উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) , রেদওয়ান ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী/শিক্ষার্থীরা অংশ নেন।