বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫ ঘটিকায় বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশিডিং, ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিনিয়ার যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, ফজলুল বারী বেলাল, মাফতুন আহম্মেদ রুবেল,শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সদস্য ভিপি শহিদুল ইসলাম বাবলূ, খায়রুল বাশার , যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম রিগ্যান সহ নেতৃবৃন্দ।
পরে সমাবেশে জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আজগর অসুস্থ্যতার জন্য আসতে পারেনি বলে ঘোষনা করা হয়।