বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘণ্টা ১৫ মিনিট পর খেলা শুরু হচ্ছে।
গায়ানায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ৪১ ওভারের ম্যাচ হবে। যেখানে একজন বোলার সর্বোচ্চ ৯ এবং চারজন বোলার ৮ ওভার করে করতে পারবে।