বঙ্গনিউজবিডি ডেস্ক: সমীকরণের কঠিন সব মারপ্যাঁচ ও নানা নাটকীয়তা পেরিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে এসেছে পাকিস্তান। যেখানে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দলটি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
অষ্টম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান। এক্ষেত্রে ১৯৯২ আসর থেকে অনুপ্রাণিত হতে চায় তারা।
ইমরান খানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯২ বিশ্বকাপ জিতেছিলো পাকিস্তান। সে আসরের মত আবারো সামনে একই চিত্র, এবারও সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান।
১৯৯২ আসরে কোন রকমে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পড়তে ভাগ্যের সহায়তায় কোনভাবে শেষ চারে জায়গা করে নিয়েছিলো উপমহাদেশের দলটি। শেষ পর্যন্ত ১৯৯২ আসরের শিরোপা জিতেছিল তারা।
অন্যদিকে আসরের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে নিউজিল্যান্ড। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছিল কিউইরা। কেন উইলিয়ামসনের লক্ষ্য, ১৯৯২ এর পুনরাবৃত্তি না ঘটিয়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করা।