বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হকের বিপক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ
জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ এ নিয়ে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ১ ঘণ্টা। আমার কাছে মনে হয় আমরা যদি উপর দিকে ভাল একটা শুরু করে দিতে পারি আমাদের সবার জন্য সহজ হবে। আপনি জানেন আমাদের শক্তি হল ব্যাটিং। ব্যাটিংয়ে দুই থেকে আড়াই দিন পাঁচ-ছয় সেশন যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা খেলায় ফিরতে পারবো। অবশ্যই আমি আশাবাদী, কেউই তো ম্যাচ হারার জন্য মাঠে নামে না, আমরা অবশ্যই জেতার জন্য নামবো।