হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালের। ১৬ মাস পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ এই ম্যাচে দুই পেসার খেলাচ্ছে। তাসকিন আহমেদের সঙ্গে আছেন এবাদত হোসেন।
উইকেট দেখে মাহমুদউল্লাহর খেলা নিয়ে সিদ্ধান্ত
জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন ব্র্যান্ডন টেলর। তাদের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস আছেন আইসোলেশনে। মূলত করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে এসে এই টেস্ট খেলা হচ্ছে না তাঁর।
বাংলাদেশ একাদশ- মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ- রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুডযানাশে কাইটানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডইন মায়ার্স, রিচার্ড নাগারাভা, ভিক্টর নায়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর ও ডোনাল্ট তিরিপানো।