বঙ্গনিউজবিডি ডেস্ক: টসে জিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে এর আগে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হেরে চাপে পড়ে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক ওমানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা।
বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচে কেমন করবে বাংলাদেশ? এ ম্যাচে বাংলাদেশ দলকে অবশ্যই জিততে হবে। রান রেটে এগিয়ে থাকতে হলে জয়টিও হতে হবে বড়।
ওমানের সঙ্গে ম্যাচে ব্যাট হাতে ঝলসে উঠেছিলেন নাঈম শেখ। সাকিবের ব্যাট থেকেও এসেছিল রান। এ ম্যাচেও তাই নাঈমের ব্যাটের দিকে দৃষ্টি থাকবে সবার। বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাতে হলে এই ম্যাচে বড় জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পিএনজি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আতাই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটরক্ষক), চাদ সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।