বঙ্গনিউজবিডি ডেস্কঃ টাঙ্গাইলে করোনায় ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৪৮১ জনের নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা যান। এ ছাড়া উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া আরও সাতজন মারা যান। এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট ১২৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৩৯ জন। জেলায় মোট আক্রান্তের মোট সংখ্যা ৮৪০৪ জন।
এদিকে লকডাউনের চতুর্থদিনে শহরে রিকশা ও অটোরিকশা চলাচল অনেকটাই বেড়েছে। কাঁচাবাজারেও লোকজনের সমাগম প্রচুর। মাস্ক ছাড়াই দোকানে কেনাবেচা করছেন অনেক ব্যবাসায়ীরা। তবে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ যানবাহন থামিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। গত তিনদিনের তুলনায় আজ ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার মাইক্রোবাস ব্যপকহারে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি প্রচুর পরিমাণে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল চলাচল করছে।