বিশেষ প্রতিনিধি : পবিত্র কুরআন পাঠের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে কবি নজরুল উচ্চ বিদ্যালয় ও অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকালে বিদ্যালয় মাঠে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) দীপ ভৌমিক।
এ ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মীর মোহাম্মদ হোসেন চুন্নু।
এ সময় উপস্থিত ছিলেন অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শায়েস্তা খান,দাতা সদস্য মীর সোহেল রানা,দাতা সদস্য দেওয়ান জহিরুল ইসলাম,স্কুল ও কলেজ দাতা সদস্য মীর মুশফিক হোসেন শৈবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফজলুর রহমান,গয়হাটা উদর তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল মিলন,গয়হাটা ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারী মো.জাকির হোসেন,বিএনপি নেতা মো.মতিয়ার রহমান প্রমূখ।
স্কুল ক্রীড়া শিক্ষক মো.দেলোয়ার হেসেন ও কলেজ শিক্ষক মামুনুর রশীদ এর সার্বিক পরিচালনায় বিদ্যালয় ও কলেজ এর সকল শিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায় ২০ টির বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও যেমন খুশি তেমন সাজো এবং ‘বালিশ খেলা’ অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।এ সময় আমন্ত্রিত অতিথি্বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উল্লেখ্য,ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।