মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক বিশাল যুব প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ ফেব্রুয়ার)সকালে স্থানীয় একটি হল রুমে উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মো.ইসমাইল খানের সঞ্চালনায় এ যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার,মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ইয়াহিয়া খান মারুফ,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম মৃধা।
এ যুব সম্মেলন শেষে মির্জাপুর উপজেলা যুব বিভাগের ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।তারা হলেন সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি ইসমাইল খান,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম মাহমুদ,অফিস সম্পাদক রাসেল শিকদার,অর্থ সম্পাদক মনির খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মাহমুদ, তরবিয়ত সেক্রেটারী খন্দকার রিফাত,ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসাইন,মিডিয়ার সম্পাদক সুজন মাহমুদ, কাযকরী সদস্যদের মধ্যে জুয়েল মিয়া, বাইজিদুল ইসলাম বাদল, আতিকুর রহমান রিপন আসাদুজ্জামান নূর,রবিউল ইসলাম,ইব্রাহিম মিয়া, মুস্তাফিজুর রহমান,নাজমুল ইসলাম।
এ যুব সম্মেলনে মির্জাপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের এবং ওয়ার্ডের যুব দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।