বঙ্গনিউজবিডি রিপোর্ট : সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম ২০২১ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে ১০ম বারের মতো সিআইপি সম্মাননা পেয়েছেন। আজ রবিবার, (২৫ জুন ) বিকেলে রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁও এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ সন্মাননা প্রদান করেন।
জনাব মোনেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপ্রতি পুরুস্কার এবং পরপর ছয়বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা আটবার সেরা করদাতার স্বীকৃতি ও পেয়েছেন। তিনি গত বছর শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ” বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার “সম্মানে ভূষিত হন। জনাব মোনেম প্রখ্যাত শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি একাধারে বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।