বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল লাল-সবুজের দল। বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স এখনো মনভরাতে পারেনি ভক্ত সমর্থকদের। যার কারণে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কিন্তু ক্রিকেটাররা নিজেদের পারফরম্যান্সের কথা ভুলে গিয়ে মাঠের বাইরের সমালোচনাগুলোতেই বেশ মনোযোগী হচ্ছেন বলে মনে করছেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের মতে ক্রিকেটারদের বাইরের সমালোচনার দিকে নজর না দিয়ে ক্রিকেটে মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মনোযোগী হওয়াটা মোটেও পছন্দ হয়নি সাবেক এই অধিনায়কের।
তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের খেলা দেখতে এসে গণমাধ্যমে বলেছেন, মাঠের বাইরের ঘটনাগুলোতে ফোকাস না করে খেলায় মনোযোগ দিতে। নাঈমুর রহমান সামাজিক গণমাধ্যমে খেলোয়াড়রা বেশি মনযোগী উল্লেখ করে বলেন, সোশ্যাল মিডিয়া তো গণমাধ্যম না। এটা স্বাভাবিক যোগাযোগ মাধ্যম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় ফোকাস করা উচিত। মাঠের বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।টাইগারদের এই সাবেক অধিনায়ক ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, আসলে মাঠের বাইরের জিনিসগুলো যেহেতু বেশি যুক্ত হয়ে গেছে এখন এটা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না আমি চাই বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।
সাবেক এই অধিনায়ক বলেন, নিজেদের পরিচিত কন্ডিশনে একটু সুবিধা নিবে সেটা তো স্বাভাবিক। কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট, এখানে আমরা ওভারে চিন্তা করতে পারব না। তবুও যেহেতু এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের কন্ডিশন অনেকটাই মিল তাই সুবিধা থাকাটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা হলো টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনও সেভাবে মেলে ধরতে পারিনি, উল্টো দিকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে দেখবেন এমন কন্ডিশনে খুবই এগিয়ে। নাইম্মুর রহমান আশা করছেন, বাংলাদেশ দল দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রমাণ করবে।
এর আগে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু হয়েছিল বিশ্বকাপ যাত্রা। এরপর ওমান ও পাপুয়া নিউগিনিকে কোনও রকম হারিয়ে টিকে থাকা বিশ্বকাপের মূল পর্বে। এই পর্বে এসেই শ্রীলঙ্কার কাছে হেরে যায় ৫ উইকেটে। অথচ ম্যাচটা জিতিতে জিততেও হেরে যায় বাংলাদেশ দল। এরপর থেকেই শুরু হয় দলকে নিয়ে সমালোচনা।