বঙ্গনিউজবিডি রিপোর্ট : টুওয়ার্ডস এ ডেভেলপেড বাংলাদেশ: থটস এন্ড প্রিপারেশন অফ দ্য ইয়ুথ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আগামী ৪ আগস্ট,২০২৩, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এগ্রিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কর্মশালা ঢাকার ফার্মগেটস্থ তুলা ভবন এর গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
ড. আতিউর রহমান, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান সমাপনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার মন্ডল, সাবেক উপাচার্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ নমিতা হালদার, এনডিসি, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
কর্মশালাটি তরুণ উদ্যোক্তা এবং চাকরিপ্রার্থীদের জন্য একটি প্রান কেন্দ্র এবং মিলনমেলা হিসাবে আয়োজিত হয়েছে। অংশগ্রহণকারীরা পেশাদার, বিশেষজ্ঞ, এবং উদ্যোক্তাদের কাছ থেকে পর্যাপ্ত জ্ঞান এবং একটি অভিজ্ঞতা শেয়ারিং প্ল্যাটফর্ম পেয়েছেন। ২০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে বৈচিত্র্য এবং সহানুভূতির ভিত্তিতে প্রায় ২৫০ জন তরুণ ও তরুণী অংশগ্রহণ করবে। কর্মশালাটি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এর উপর জোর দেবে। এই অনবদ্য কর্মশালায় বিশ্বমানের আলোচক, ক্যারিয়ার প্রশিক্ষক, অভিজ্ঞ প্যানেলিস্ট, প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং স্বীকৃত কেরিয়ার ব্যক্তিত্বদের সাথে উন্মুক্ত আলোচনা হবে।