বঙ্গনিউজবিডি ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার বিমানটি অবতরণের পরই এতে আগুন লেগে যায়। এসময় বিমানটিতে ৩৬৭ জন যাত্রী এবং ১২ ক্রু সদস্য ছিলেন। তবে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে আরটি।
খবরে জানানো হয়, জাপান এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পরই এই দুর্ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, বিমানের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। হানেদা বিমানবন্দরে অবতরণের পর ওই যাত্রীবাহী বিমানটি অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এই সংঘর্ষেই বিমানটিতে আগুন ধরে যায়। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বিমানটি হোক্কাইডো থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে এসেছিল। ভিডিওতে দেখা যায় দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন।
তবে ঠিক কীভাবে এত বড় আগুন লাগলো তা নিয়ে নানা প্রশ্নের জবাব এখনও পাওয়া যায়নি। তৎপরতার সঙ্গে এ নিয়ে তদন্ত শুরু করেছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী এ ঘটনার প্রেক্ষিতে আপৎকালীন কন্ট্রোলরুম খুলেছেন। সেখানে বসে উদ্ধারের খোঁজ খবর নিয়েছেন তিনি।