ববঙ্গনিউজবিডি ডেস্ক: টোকিও অলিম্পিকে সাঁতারে পুরুষদের ফ্রিস্টাইলে গোল্ড মেডেল জিতেছেন তিউনিসিয়ার আহমেদ হাফনাউই। ১৮ বছর বয়সী এ সাতারু .১৬ সেকেন্ড ব্যবধানে জিতেছেন। একই ক্যাটাগরিতে রৌপ্য পদক জিতেছেন অস্ট্রেলিয়ার সাতারু ম্যাকলাউলিন ও ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাতারু কেইরান স্মিথ।
টোকিওতে স্বর্ণপদকজয়ী আহমেদ হাফনাউ ২০১৮ সালে যুব অলিম্পিকে অস্টম হয়েছিলেন।
টোকিও অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের চ্যাস ক্যালিজ। এটি তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক। রৌপ্য পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জে লিদারল্যান্ড এবং ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার ব্রেন্ড স্মিথ।
টোকিও অলিম্পিকে নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে স্বর্ণপদক জিতেছে জাপানের ওহাশি উই। এটি তার প্রথম অলিম্পিক স্বর্ণপদক। এই ক্যাটাগরিতে রৌপ্য পদক জিতেছে যুক্তরাষ্ট্রের এমা উইয়ান্ট এবং তার স্বদেশী হ্যালি ফ্লিকিংগার ব্রোঞ্জ জিতেছেন। (অলিম্পিকসের ওয়েবসাইট অবলম্বনে)