বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শয্যা সংকটে রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল। সরকারি হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ। হাসপাতালের দুয়ারে দুয়ারে রোগী নিয়ে ঘুরছেন স্বজনরা। করোনার থাবা থেকে বাঁচতে ঠাঁই মিলছে না হাসপাতালে। সংকটাপন্ন রোগীর চাপ সামলাতে দিশাহারা স্বাস্থ্যকর্মীরা।
চাপ সামলাতে শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান গণমাধ্যমকে বলেন, করোনা রোগীদের জন্য এতদিন ৪০০ শয্যা থাকলেও আজ ১০০টি শয্যা বাড়ানো হয়েছে। প্রথমদিকে হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩০০ শয্যা ছিল। এরপর ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়। আজ আরও ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ শয্যা করা হয়েছে।