1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক ফরিদপুর জেলা পুলিশের ক্ললেস হত্যা মামলার আসামি ও ব্যাটারি উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী! পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাঁশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঠাকুরগাঁওয়ে বিসিকের ৫ দিনের নারী শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ বাংলাদেশের ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পুরাতন মালিক মালিকানা ফেরত নিতে চান টাঙ্গাইলে কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আনসার বাহিনীকে আরো প্রশিক্ষিত করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লা জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন দাউদকান্দির জাকির হোসেন পাটোয়ারী

ঠাকুরগাঁওঃ সাবেক মন্ত্রী রমেশ সেনকে দুটি হত্যা মামলায় পুন:গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন ৪ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়ের করা দুটি মামলায় পুন:গ্রেফতার দেখিয়ে সাবেক পানিসম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
 সোমবার সকালে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় তাঁর  জামিন আবেদন  নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগষ্ট সদর উপজেলার ছিট চিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলার বাসায় মামলার বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের অত্যতম সদস্য জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসানসহ চারজনকে ডেকে নিয়ে আন্দোলন বন্ধ রাখার প্রস্তাব দেয়। রাজি না হলে পরিকল্পিতভাবে তাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দেয়। এতে অগ্নীদগ্ধ হয়ে রাকিবুল হাসান, আবু রায়হান, আল মামুন ও শাওন পারভেজ মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এঘটনায় সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামী করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ আরো ৭৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়াও একই ঘটনায় অগ্নীদগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের পিতা ফজলে আলম বাদী হয়ে সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামী করে আরো ৯১জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। আজ এই দুটি মামলায় তাকে পুন:গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হলো।
এর আগে গত ১৭ আগষ্ট একটি বিষ্ফোরক দ্রব্য আইনে রমেশ চন্দ্র সেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় আদালত। এ নিয়েসাবেক মন্ত্রী রমেশ সেনের  তিনটি মামলায় গ্রেফতার দেখানো হলো।
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী এড মোস্তাক আলম টুলু দাবি করেন , আসামি পক্ষের বক্তব্য ছিল, ছিট চিলারং গ্রামের ঘটনাটিতে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়,এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমার মক্কেল রমেশ সেনের এ ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা নেই।
এদিকে বাদী পক্ষের আইনজীবী এড জয়নাল আবেদিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা, ফলে আদালত আইনসঙ্গত কারণেই প্রধান আসামিকে জামিন দেননি। তদন্তের প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে জানিয়ে তিনি বলেন , আসামি অত্যন্ত ক্ষমতাধর একজন সাবেক মন্ত্রী ও এমপি হওয়ায় এ অবস্থায় মুক্ত থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে আমরা যুক্তি উপস্থাপন করি। আদালত সরকার তথা বাদি পক্ষের যুক্তিতে সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com