1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সাহিত্য উৎসব পল্লী কবি জসীম উদ্দিন পদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘুরে আসুন সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে অপহরণের ২৩ দিনেও মিলেনি মাদ্রাসাছাত্র মোতাসিম বিল্লাহর সন্ধান গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন ‘সামাজিক ন্যায়বিচারে রুবি গজনবী পুরস্কার জিতল নারীপক্ষ “ ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু : দাম পেয়ে খুশি কৃষকেরা নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনিবন্ধিত বাচ্চাদের বাড়ী বাড়ী গিয়ে সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান নেত্রকোনা পূর্বধলায় জমি উদ্ধারের সংবাদ সম্মেলন বান্দরবানে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিচারণ শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শুধু লোক দেখানো পরিবর্তন নয়, সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা

ঠাকুরগাঁওয়ের বাজারে উঠছে নতুন আলু : দাম পেয়ে খুশি কৃষকেরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। আলুর বাজারদর ভাল হওয়ায় কৃষকেরা খুশি। তবে শহর ও গ্রামের বিভিন্ন হাট বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু উঠলেও দাম একটু বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এ আলুগুলো কৃষকেরা বেশি দাম পাওয়ার আশায় আগেই লাগিয়েছিলেন। এছাড়াও কিছু আলু আর কয়েকদিনের মধ্যেই উঠানো হবে। আর কিছু আলু লাগানো হচ্ছে এখন। এ তিন প্রকার আলু নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। আর যেগুলো কিছুদিনের মধ্যে ক্ষেত থেকে উঠানো হবে সেগুলোর ফলনও আশাতীত হতে পারে। এছাড়াও বীজের জন্য দেরীতে লাগানো আলুরও ফলন ভাল হতে পারে বলে জানা যায়। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম একটু বেশি। কার্ডিনাল জাতের আলু কেজি প্রতি ৭০-৮০ টাকা বিক্রি হতে দেখা যায়। গ্যানেলা জাতের আলু কেজি প্রতি ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী আলু প্রতি কেজি (পুরাতন ও নতুন) ৮০-১শ টাকা দরে। এছাড়াও এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও আবাদ করা হচ্ছে। অপরদিকে বাজারে বেশ কিছু কোম্পানীর বীজ বিক্রি হলেও কৃষকেরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য বীজতলা তৈরী করেছেন। আর সেখানে ভাল বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা। ঠাকুরগাঁও জেলা কৃষি বিভাগের তথ্য মতে এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৫শ হেক্টর জমিতে। এর মধ্যে আবাদ অর্জন ধরা হয়েছে ৩২ হাজার ৭২০ হেক্টর জমিতে। এর মধ্যে স্থানীয় আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৯শ হেক্টর জমিতে। এতে আবাদ অর্জন ধরা হয় ৮৭০ হেক্টর জমি। উফশী জাতের আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৬ হাজার ৬শ হেক্টর। এতে আবাদ অর্জন ধরা হয় ৩১ হাজার ৮৫০ হেক্টর জমি।

ঠাকুরগাঁও সদর নারগুন গ্রামের কৃষক মো: কামাল হোসেন জানান, তিনি ১২ বিঘা (৬শ শতক) জমিতে বিভিন্ন প্রজাতির আলু লাগনোর কাজে ব্যস্ত রয়েছেন। তিনি জানান প্রায় (৩শ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলু ইতিমধ্যে তুলে বাজারে বিক্রি করেছেন। আরও কিছু জমিতে আলু চলমান রয়েছে। তার মতে গত বছর আলুর ফলন ভাল হওয়ায় এবং দাম চাহিদামত পাওয়ায় এ বছর তিনি আলু লাগিয়েছেন বেশি। এ বছরও দাম পছন্দমত পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলায় এ মৌসুমে বর্তমানে ৩ ধরনের আলু নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ইতিমধ্যে বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকুল ও প্রাকৃতিক দুর্যোগ না হলে চলমান আলুর ফলন আশাতীত হয়ে কৃষকেরা ন্যার্য্য মুল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com