ঠাকুরগাঁও প্রতিনিধি : দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠিত ঠাকুরগাঁও জেলা নাগরিক প্ল্যাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে স্থানীয় টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে জেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ম আহবায়ক এড মৌসুমি রহমানের সভাপতিত্বে এই সভায় যুগ্ম আহবায়ক জাকির মোস্তাফিজ মিলু, সদস্য শংকর কুমার দেধারাসহ সদস্যরা আলোচনায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু ও জেলা সমন্বয়কারী জুলিয়া আখতারসহ জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ।
সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা, সংগঠনের আগামী ৩ মাসের কর্ম পরিকল্পনা গ্রহণ, যুব প্রশিক্ষণ সদস্যদের নিজেদের মধ্যে সমন্বয় দৃঢ় করা, কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সাথে যোগাযোগ সহ সংগঠনের কর্মপরিধি সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাকির মোস্তাফিজ মিলু