ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা সাহিত্য পরিষদের আয়োজনে উদযাপিত হলো পৌষ পার্বন। “পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় আয় আয়” এই আহবানের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত উৎসবে মেতে ওঠেন সাহিত্যিক শিল্পী কবি আবৃত্তিকার নৃত্যশিল্পীসহ প্রায় অর্ধশত শিল্পানুরাগী।
একে একে পরিবেশিত হতে থাকে ঐতিহ্যবাহী পৌষ পার্বণের উপর স্বরচিত ও বিখ্যাত কবিদের কবিতা, সঙ্গীত, আলোচনা, নৃত্য। তার ফাঁকে ফাঁকে চলে পিঠা উৎসব, দেশি খাওয়া দাওয়া আনন্দসহ প্রাণবন্ত আড্ডা। প্রাণের উৎসবে একটা শীতের রোদ বিকেল তাড়াতাড়িই যেন শেষ হয়ে যায়।
শুক্রবার জেলা শহরের হাজিপাড়ার বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম কামুর বাসভবনের উঠোনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি আজিজুল রহমান। বক্তব্য রাখেন প্রত্যুষ চ্যাটার্জি, এড. আজিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌসুমি রহমান।