বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার দিবসটি পালনে শহরের ঠাকুরগাঁও প্রেসক্লাব এর সামনে স্থাপিত শহিদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। একে একে বিভিন্ন সরকারি বে- সরকারি দপ্তর ও স্কুল কলেজের পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান,সুধীজন ও অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভা প্রধানের নেতৃত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুর করিম, বীরমুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকী, ঠাকুরগাঁও প্রেসক্লাব এর প্রতিনিধি সাংবাদিক গোলাম সারওয়ার সম্রাট, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি অবাইদুল্লাহ মাসুদ। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন সহ অন্যান্যরা। সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান,সুধীজন ও জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বাদ যোহর ঠাকুরগাঁওয়ের সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা করা হবে তা ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে রয়েছে।