ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ এর এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর ৫ দিনের শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ । বিসিক জেলা কার্যালয়ে উপব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে ৫ দিনের নারী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৩য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা ।
আয়োজকরা জানান, ০৫(পাঁচ) দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে সফল উদ্যোক্তার গুণাবলী, শিল্পনীতি, লাভজনক শিল্প বাছাই, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, পণ্য বিপণনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে কলমে শিক্ষা দান করা হয়। তাদের মতে,
বিসিক শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে আসছে। উদ্যোক্তাদের চাহিদা মাফিক প্রশিক্ষণ, শিল্প নিবন্ধন, ঋণ ব্যবস্থা, শিল্পপ্লট বরাদ্দ প্রদানসহ অন্যান্য সেবা প্রদান করা হয় উদ্যোক্তা সৃষ্টিতে ।
প্রধান অতিথি জেলা প্রশাসক, ঠাকুরগাঁও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী, তাদের ঘরে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং অন্যান্য নারীদেরকে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণার্থীদের আহবান জানান। সবশেষে তিনি প্রশিক্ষণে আসা প্রশিক্ষণার্থীদের হাতে তৈরি পণ্য নিয়ে আয়োজিত মিনি মার্কেট পরিদর্শন করেন।
জাকির মোস্তাফিজ মিলু