ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ, এখনই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে ন্যাশনাল প্রেস সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন-লেখক ও মানবাধিকার কর্মী আজাহার রাজা।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন-সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক ফজলে ইমাম বুবলবুল ও নূর আফতাব রুপম।
সভায় বক্তারা বলেন -সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। তাই মানুষের মৌলিক অধিকার রক্ষায় সকলকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানানো হয়।
জাকির মোস্তাফিজ মিলু