ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় রিফাত হত্যার রহস্য উদঘাটন ও খুনের সাথে জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)।বুধবার সকালে ঠাকুরগাঁও পিবিআই কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই’র ঠাকুরগাঁও জেলার এসপি’র দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ।
আটককৃতরা হলেন রবিউল ইসলাম ,কামরুল হাসান ,সিরাজউদ্দিন, জাহাঙ্গীর আলম, অতুলবর্মন ,আলমগীর হোসেন ও নাসির উদ্দিন। এরা প্রত্যেকেই পঞ্চগড় জেলার বাসিন্দা।
উল্লেখ্য গত ১৬ই অক্টোবর অটোচালক রিফাতের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ। হত্যার কোন ক্লু না থাকায় এর তদন্তভার পরে পিবিআই এর উপর। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত এবং তাদের জবানবন্দী গ্রহণের পর ৭ জনকে গ্রেফতার করে পিবিআই। এই মামলায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, মূলত অটো চার্জার ছিনতাই এর উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটায় তারা। পিবিআই পুলিশ সুপারের নেতৃত্বে পুরো চক্রটিকে গ্রেফতার করা হয়েছে। এদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা করার জন্য কাজ করছে পিবিআই বলে তারা জানান।