ঠাকুরগাঁও প্রতিনিধি: গুম, গ্রেফতারকৃত সমন্বয়ক ও শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, ছাত্র-জনতা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচারের দাবী সহ বিভিন্ন দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজও উত্তাল ঠাকুরগাঁও । জেলার রাস্তায় রাস্তায় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচীতে যোগ দেয় এ শহরে স্মরণ কালের সবচাইতে বেশি সংখ্যক শিক্ষার্থী ।
আজ সকাল ১০টা হতে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শিক্ষার্থীরা জেলা স্কুল বড় মাঠে জড়ো হতে থাকে। কোন কোন শিক্ষার্থীর সাথে আসে তাদের অভিভাবকরাও । সকাল সারে ১১টায় শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটিতে আজ কোন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী অথবা অন্যকোন বাহিনীকে বাঁধা প্রদান করতে দেখা যায়নি। মিছিলটি জেলা স্কুল মাঠ থেকে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে ঘন্টাব্যাপি রাস্তায় অবস্থান নেয়। পরে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এসে আবারও ঘন্টাব্যাপি অবস্থান করে আগামী অসহযোগ আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহণের আহবান জানিয়ে জেলা স্কুল বড়মাঠের দিকে রওয়ানা হয় এবং কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করে। আমার টাকায় কেনা বুলেট, আমার বুকে মারলো কেন ? লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে । শেখ হাসিনা সরকারের পদত্যাগ । আর ভুয়া ভুয়া শ্লোগানে মুখরিত করে তুলে ঠাকুরগাঁওয়ের রাস্তা ঘাট।