স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৫ উপজেলা এবং ৩টি পৌরসভায় একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।সেদিন জেলায় ২ লক্ষ ৩৬ হাজার একশ শিশুকে ক্যাপস্যুল খাওয়ানো হবে।তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৬ হাজার ৬ শ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লক্স ৯ হাজার ৫শ। এসব শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য টিকাদান কেন্দ্র ১ হাজার ৩৬৪টি এবং স্বাস্থ্য সহকারী নিয়োজিত আছেন ১৭২ জন,পরিবার কল্যাণ সহকারি ২১২ জন এবং স্বেচ্চাসেবক ২ হাজার ৭২৮ জন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাশার মো: সায়েদুজ্জানের তথ্যমতে, ইতোমধ্যে শনিবার সকাল ৮টায় এ কার্যক্রম শুরু হয়ে বেলা ৩টা নাগাদ প্রায় ৮২% শিশুকে খাওয়ানো হয়েছে। পূর্ববর্তী বছরগুলোর মতো শতকরা একশ ভাগ শিশুকে এই ভিটামিন-এ খাওয়ানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জাকির মোস্তাফিজ মিলু