ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মাটি ও পানি জীবনের উৎস, এই প্রতিপাদ্যকে উপজীব্য করে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস World Soil Day.
ঠাকুরগাঁও মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রোববার দুপুরে র্যালী, জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনাসভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও নিবন্ধ উপস্থাপনের মাধ্যমে দিনটি পালন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার জাহাঙ্গীর হোসেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মো: আলাউদ্দিন শেখসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন,প্রকৃতির গুরুত্বপূর্ণ দুটি উপাদান হল মাটি এবং পানি। বৈশ্বিক জলবায়ুগত পরিবর্তনের কারণে প্রকৃতির এই দুটি গুরুত্বপূর্ণ উপাদান আজ বিভিন্নভাবে হুমকির সম্মুখীন। কৃষি যেহেতু মাটি ও পানিকে কেন্দ্র করে পরিচালিত হয় যার কারণে কৃষিও বিভিন্নরুপে হুমকির সম্মুখীন। বিশ্বব্যাপী সচেতনতা তৈরির জন্য তাই এবারের বিশ্ব মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য মাটি ও পানি: জীবনের উৎস- এটি যথাযথভাবে সর্বস্তরে পৌছাতে পারলে দেশের কৃষি, পরিবেশ, প্রতিবেশ ও অর্থনীতি টেকসই হবে।