ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও এ জেলা বিএনপির অফিসে ঢুকে ছাত্রদল সভাপতিসহ নেতাকর্মীদেরকে পুলিশের বেদম প্রহারের অভিযোগ করেছে জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক জরুরী সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন। একই সাথে এ ব্যাপারে একটা মিথ্যা গায়েবি মামলা সাজানোর জন্য ২ জন পুলিশ কনস্টেবল একজন এসআই কে শুক্রবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আহত দেখানোর জন্য পাঠিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়ার নাটক করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশ এ ঘটনার পর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ইউনিয়ন নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশিসহ হয়রাণী করছে এবং রুহিয়া ইউনিয়নের ২ জন নেতাকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন মির্জা ফয়সাল।
ঘটনার বর্ণনায় মির্জা ফয়সাল বলেন, শনিবার সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে কেন্দ্রীয় ককর্মসূচির অংশ হিসেবে ‘তারুণ্যের সমাবেশ’ এ রংপুর বিভাগের সব জেলা থেকে দিনাজপুরের দিকে মটর সাইকেল শোভাযাত্রার কর্মসূচিকে সামনে রেখে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল শেষে যখন নেতাকর্মীরা বিএনপি অফিসে ঢোকেন সে সময় আকস্মিকভাবে বিএনপি অফিসে পুলিশ এই তাণ্ডব চালায়। পুলিশের বেদম প্রহারে মারাত্মকভাবে আহত হন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস, ছাত্রদল নেতা শিখা, নাহিদ, আবু, অফিস সহায়ক আনোয়ারসহ অন্যরা।
সাংবাদিক সম্মেলন থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সম্ভাব্য মিথ্যা মামলার ব্যাপারে হুশিয়ারি জানানো হয়।