ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ শনিবার আনুমানিক বেলা ১২-০০ টায় তাঁর মেয়ে জেলা প্রশাসক, ঠাকুরগাঁওয়ের বাংলোয় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ — রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অমায়িক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে ব্যপক সমাদৃত ছিলেন। মরহুমের জানাজা ও দাফনকাজ তাঁর গ্রামের বাড়িতে সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোশিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।