ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্মন, রায়, সিংহ, অধিকারী সহ সকল পদবীধারীদের জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকারের স্বীকৃতি এবং তাদের সংস্কৃতি, ভাষা, নিজস্ব বর্ণমালা, উৎসব পালন ও ইতিহাস সংরক্ষণের জন্য ঠাকুরগাঁওয়ে একটি কোচ বর্মন কালচারাল একাডেমি গঠনসহ ৭ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক সকল হয়রানি ও জেলা প্রশাসনের দায়ীত্বহীন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আদিবাসী কোচ-বর্মনদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কোচ রাজবংশী-বর্মন ঠাকুরগাঁও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।
বুধবার দুপুরে জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ করে আমরন অনশন কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোচ রাজবংশী-বর্মন কেন্দ্রীয় কমিটির সভাপতি বকুল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক দিনবন্ধু বর্মন, অর্থ সম্পাদক পরিমল চন্দ্র বর্মনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
দাবি না মানা পর্যন্ত বুধবার থেকে এ শান্তিপূর্ণ অনশন অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান নেতারা।