বঙ্গ নিউজ বিডি ইউকে প্রতিনিধি: বিশিষ্ট বুদ্ধিজীবি ও রাজনীতিক ডঃ এনামুল হক চৌধুরীর সম্মানে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ওসমানী ইন্টারন্যাশনেল এয়ার পোর্টের মত বিনিময় সভা:
অভিযোগ ও দাবি সমূহ :
🔸ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দরে কেন বিদেশি এয়ার বিমানের যাত্রী সেবা চালু করা হয় না!
🔸বাংলাদেশ বিমান সিলেট টু লন্ডন এবং লন্ডন টু সিলেট ডিরেক্টর ফ্লাইট কেন দিচ্ছে না!!
🔸হলিউডে টাইমে বেশি করে কেন ডিরেক্টর ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হয় না!!
⚠️⚠️ বিমান খালি টিকেট নেই এর কারণ সরকার কে বাহির করতে হবে!!
⚠️⚠️ ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দরে –
যতটুকু কাজ অসম্পূর্ণ রয়েছে অনতিবিলম্বে সেই কাজ সম্পন্ন করতে হবে!!
যুক্তরাজ্য থেকে সাংবাদিক
মোহাম্মদ আনোয়ার হোসেইন :
গতকাল ১৬ জানুয়ারি ২০২৫ ইংরেজি তারিখে ইষ্ট লন্ডনের ভ্যালেন্স রোডে উডেহাম সেন্টারে সিলেটের কৃতি সন্তান ডঃ এনামুল হক চৌধুরীর সাথে উপরোক্ত দাবি ও উদ্বেগ উৎকন্ঠা নিয়ে কমিউনিটি নেতৃবৃন্দ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ওসমানী এয়ার পোর্টের নেতৃবৃন্দের
মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, পরিচালনা করেন সদস্য সচিব এমএ রব, শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ন আহ্বায়ক মাওলানা আব্দুল কুদ্দুছ।সভাপতির স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি সাংবাদিক সাঈদ চৌধুরী, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, মাহবুবুর রহমান কুরেইশী, লোটন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ আযম আলী, কামালি সেরোয়ান শাহ, বিশিষ্ট রাজনীতিবিদ আশিক মিয়া,
সাংবাদিক এনাম চৌধুরী, প্রভাষক আব্দুল হাই, মাওলানা মোহাম্মদ কুদ্দুছ, খন্দকার সাঈদুজ্জামান সুমন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, মোঃ নুর বক্স, মোহাম্মদ গোলাম রব্বানী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, হাজী ফারুক মিয়া, মোহাম্মদ ফাহিম আজাদ, ইস্তাব উদ্দিন আহমদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন আকমল, মসুদ আহমদ, মোহাম্মদ আশিক মিয়া, মাহবুবুর রশিদ,মেহেদী হাসান প্রমুখ। ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক শাহ মুনিম বাংলাদেশ থেকে এপোলজি জানিয়েছেন। স্মারকলিপি পাঠ করেন অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। ক্যাম্পেইন কমেটির আহবায়ক কে এম আবু তাহের চৌধুরীর পরে সভায় উপস্থিত হয়ে সন্মানিত প্রধান অতিথি কে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এবং দাবি ও অভিযোগ সহ একটি স্মারক লিপি প্রধান করেন।
বক্তারা তাদের অভিযোগ, উদ্বেগ উৎকন্ঠা, সুখ দুঃখ বেদনা গুলো তুলে ধরে বক্তব্য রাখেন। ডক্টর এনামুল হক চৌধুরী সকলের বক্তব্য গুলো গুরুত্ব সহকারে শ্রবণ করেন।
উপযুক্ত পরিকল্পনার অভাবে, অযত্ন অবহেলা এবং বৈষম্য মূলক কর্মকাণ্ডের ১ বছরের কাজ ২৪ বছরে শেষ হচ্ছে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন এবং সিভিল অ্যাভিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন হলিউডে টাইমে বেশি করে সিলেট টু লন্ডন এবং লন্ডন টু সিলেট ডিরেক্টর ফ্লাইট দিচ্ছে না? এবং কেন বিদেশি এয়ার বিমানের যাত্রী সেবা চালুর সুযোগ দেওয়া হচ্ছে না? বিষয় গুলো তদন্ত কমিশন গঠন করে বাহির করতে হবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।
এবং এই দাবি এবং অভিযোগ গুলো যাচাই বাঁচাই করে যথাযত ব্যবস্হা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি।
অর্থ সচিব সলিসিটর ইয়াওর উদ্দিন প্রধান অতিথিকে
Osmani International Airport Fully Functional Campaign committee uk পক্ষ হতে একটি
মানপত্র প্রদান করেন। এবং এসময় এই দাবি গুলো বাস্তবায়ন করার পরিকল্পনা সহ বিস্তারিত উল্লেখ করে একটি স্মারক লিপি তিনির হাতে তুলে দেন তিনি।
ডক্টর এনামুল হক চৌধুরী কে উপস্থিত সকলে হৃদয় উজাড় করা অকৃত্রিম ভালবাসা জানিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দর Fully Functional Campaign committee uk Chief convener k M Abu Taher Chowdhury সাহেবের বড় ভাই অন্তিম মূহুর্তে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রয়েছেন। তাঁর অবিস্মরণীয় অবদান কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে সভায় উপস্থিত সকল বিশেষ মুনাজাত করেন। এবং কে এম আবু তাহের চৌধুরী সাথে সমবেদনা জ্ঞাপন করেন।