বঙ্গনিউজবিডি ডেস্ক : লক্ষ্যটা বেশি বড় হতে দিল না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করেছে টাইগাররা। নিজেদের লক্ষ্য রেখেছে ৩০০ এর নিচে।
এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশ দলের। এবার প্রোটিয়াদের হারিয়ে তাদের ঘরের মাঠে ম্যাচের সঙ্গে একদিনের ফরম্যাটের সিরিজও জিতে নিয়েছে টাইগাররা। পঞ্চাশ ওভারের ফরম্যাটের পর এবার টেস্ট সিরিজের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে তো বটেই, সবমিলিয়ে ১২ ম্যাচে কোনো জয় নেই লাল-সবুজের প্রতিনিধিদের। এবার দুর্দান্ত সুযোগ এসেছে মুমিনুল হকের দলের সামনে। ডারবান জয়ের জন্য প্রয়োজন ২৭৪ রান।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে করতে হবে ২৭৪ রান।