বঙ্গনিউজবিডি ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। এর আগে গতকাল রোববারও দুই জনের মৃত্যু হয়েছিলেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন এবং ঢাকার বাইরে ৫১ জন ভর্তি আছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২০ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫১৯ জন। মারা গেছেন ৬৩ জন।
মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৫৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং রাজশাহী বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।