বঙ্গনিউজবিডি ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৪ হাজার ১১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চলতি আগস্ট মাসেই ১ হাজার ৪৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৪ জনের মধ্যে তিন জন ঢাকার বাইরের ও বাকিরা ঢাকায়। মোট আক্রান্তের মধ্যে ঢাকার বাইরের আছেন ১৪৭ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০ জন ও ঢাকার বাইরে ৩৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১৮ জন ডেঙ্গু রোগী।
জুলাই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে অন্তত ২ হাজার ২৮৬ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।