বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মাসব্যাপী বিশেষ অভিযান চলছে। সোমবার ডিএনসিসির আওতাধীন কারওয়ান বাজার এলাকায় তৃতীয় দিনের মত ডেঙ্গু বিরোধী মশক নিধন ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের তৃতীয় দিনে ডিএনসিসির দশটি অঞ্চলের, সবগুলোতে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেছেন, গেল দুদিনের অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় তেত্রিশটি (৩৩) মামলায় মোট ২১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও চারটি নিয়মিত মামলাও করা হয়।
তৃতীয় দিনের কারওয়ান বাজার এলাকায় মশক নিধন ঝটিকা অভিযানে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিন কারওয়ান বাজারসহ বিভিন্ন ওয়ার্ডের ডেঙ্গু বিরোধী ঝটিকা অভিযান পরিদর্শন করেন তিনি।
এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এসএম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।