এ ছবিতে অভিনয়ের মাধ্যমে যারা নতুন যুগের সূচনা করেছেন তাদের অন্যতম জহরত আরা। সম্প্রতি এ অভিনেত্রী লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জহরত আরার পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান সংবাদমাধ্যমকে জানান, ১৯ জুলাই লন্ডনের একটি কেয়ার হোমে অভিনেত্রীর মৃত্যু হয়।
আশি বছরের বেশি বয়সী জহরত আরা দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন। তিনি অ্যাথলেটও ছিলেন। এ ছাড়া ভাষা আন্দোলনে তার ভূমিকা ছিল।
জহরত আরার ভাই প্রখ্যাত সুরকার মোসলেহউদ্দিন ও ভাবী বিখ্যাত গায়িকা নাহিদ নিয়াজী। তারা স্বামী ডি কে পাওয়ার ছিলেন উচ্চ পদস্ত সরকারি কর্মকর্তা।