দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২৫ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচার হল রুমে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের পেডে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি মিঞা মো, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন , সিনিয়র সহ-সভাপতি শাহিদুল হাসান (বাবুল) এবং সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক (সফর তালুকদার) স্বাক্ষরিত পেডে নতুন আংশিক কমিটির অনুমোদন দেন ।
ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের নতুন কমিটিতে ঢাকা কলেজের সাবেক মেধাবি মুখ ঢাকাস্থ দাউদকান্দি ছাত্র ফোরামের সাবেক সভাপতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (আনন্দ) কে সভাপতি এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ।
এ নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কে. এম মাহাবুব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডি এম সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুব হোসেন (নিজাম) কে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
দাউদকান্দি – তিতাস এর গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ নতুন কমিটির ঘোষণা করেন।