বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। ১ম ডোজের জন্য ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই ২য় ডোজের এই টিকা কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, নির্ধারিত ৩ দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই ১ম ডোজের দ্বিগুণ সংখ্যক অর্থাৎ ৭০০ জনকে ২য় ডোজের টিকা দেওয়া হবে। গত ৭ ও ৮ আগস্ট ১ম ডোজ টিকা গ্রহণকারীরা ৭ সেপ্টেম্বর, ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর তারিখে যে কেন্দ্র থেকে ১ম ডোজের টিকা গ্রহণ করেছিলেন একই কেন্দ্র থেকে ২য় ডোজের টিকা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯ এর ১ম ডোজ প্রদান করা হয়েছিল।