বঙ্গনিউজবিডি ডেস্ক: ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বিকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য অধ্যাপক এটিএম মইনুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত তথ্য জানাননি তিনি।
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। মঙ্গলবার সকাল ছিল একেবারে থমথমে। এরপর আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠি-সোটা হাতে দল বেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠি-সোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেঁধে যায় তুমুল সংঘর্ষ। দুপুর হলেও সে সংঘর্ষ চলছেই। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।