বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বিবাহিত ছাত্রীদের হলে থাকার যে বিধিনিষেধ এবং প্রচলিত যে নিয়ম তা বাতিল হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৬টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিষয়ে বর্তমান নীতিমালা পর্যালোচনা এবং ছাত্রীদের দাবি বিবেচনায় নিয়ে আজ প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন সম্পর্কিত নীতিমালায় বলা রয়েছে- কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।