বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট এবং বাণিজ্য ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৯৮৭ জন। এ হিসেবে পাসের হার ৫৭.৭০ শতাংশ। উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০টি।
অন্যদিকে, বাণিজ্য ইউনিটে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ হাজার ৬৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৭১.৮৯ শতাংশ।