বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকাল ৫ ঘটিকায় উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছোনকা বাজারে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের খন্ড খন্ড মিছিল নিয়ে এক সাথে ছোনকা বাজার এলাকার বিশ্বরোড প্রদক্ষিণ করেন। পরে চন্ডিপুর রোডে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি রফিকুল ইসলাম মিন্টু বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করুন এবং সরকার থেকে পদত্যাগ করুন। দেশের প্রত্যেকটি দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে, আপনারা লুটপাট করে বিদেশের ব্যাংকে টাকা পাচার করেছেন। আপনারা তারেক জিয়ার হাওয়া ভবনের কথা বলেন, আপনারা প্রতি ওয়ার্ডে খাওয়া ভবন তৈরি করেছেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম শফিক, যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, সবাইদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা আলমগীর, শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম, কৃষকদলের সভাপতি আবু সাইদ, মহিলা দলের লায়লা, ডিনা ছাত্রদল নেতা জাকারিয়া বাকি, ফজলে রাব্বি, সজিব, ভবানীপুর ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের, আব্দুল হামিদ, শামীম আহম্মেদ, ছাত্রদলের আহবায়ক কৌশিক জামান ইমন, সদস্য সচিব মারুফ হোসেন সহ নেতৃবৃন্দ।