প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের বাসি দ্বীপের আকাশসীমায় চীনের ২১টি যুদ্ধ বিমান, চারটি (এইচ-সিক্স) বোমারু বিমান প্রবেশ করেছে। এ সময় দ্বীপটির কাছে তিনটি যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বহরের সাথে থাকা আগাম সতর্কীকরণ বিমান ও মধ্য এয়ার রিফুয়েলিং প্লেনও দেখা গেছে।
তাইওয়ানের অভিযোগ, গত কয়েক বছর ধরে চীন বারবারই তাদের আকাশসীমা লঙ্ঘন করছে।
উল্লেখ্য, তাইওয়ান মন্ত্রণালয় চীনের যুদ্ধবিমানকে সতর্ক করার জন্য যুদ্ধবিমান পাঠিয়েছে। তবে তারা বিমানের ধরণ নির্ধারণ করেনি।