বঙ্গনিউজবিডি ডেস্ক : সম্প্রতি গুঞ্জন রটেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। খবর রটেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহ নাকি তামিমকে চাননি। এই গুঞ্জনের ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, দুই অধিনায়কের মধ্যে কোনো বিরোধ নেই। তাঁদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক আছে।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডয়ামে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘আমি যতটুকু জেনেছি মাহমুদউল্লাহর সঙ্গে তামিমের সঙ্গে কোনো সমস্যা নেই। জালাল ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন, আমি তাঁকে জিজ্ঞাস করেছি। ববি ভাই গিয়েছেন, আমি তাঁকেও জিজ্ঞাস করেছি— তাঁরা কেউ কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই আমি বলব, এই বিষয় নিয়ে মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।’