১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও এর নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজকের এই দিনে বাংলাদেশের ৬৩টি জেলায় পাঁচশ’র বেশি বোমা ফাটানো হয়। এই সিরিজ বোমা হামলার উদ্দেশ্য ছিলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল। এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ বিরোধী একটি ক্ষেত্র তৈরির পর ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস এই হত্যকাকাণ্ড ঘটিয়েছিলো। এর পেছনে ছিলো জিয়াউর রহমান। আর তার পেছনে ছিলো কয়েকটি দেশ। অথচ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু কাজ করছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধীরা তাকে নির্মমভাবে হত্যা করে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বারবার হত্যার চেষ্টা চালানো হয়েছে। এভাবেই স্বাধীনতার পর থেকে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। সেই চক্রান্ত নস্যাৎ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিশ্ব দরবারে ‘বাংলাদেশ’ হবে রোল মডেল।
খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদেই জঙ্গিরা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটিয়েছিলো। সে সময়কার সরকারের নির্লিপ্ততায় আজও বিচার পুরোপুরি সম্পন্ন হয়নি। ওই ঘটনায় জড়িতদের বিচার সম্পন্ন ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান এই আওয়ামী লীগ নেতা।