বঙ্গনিউজবিডি ডেস্ক: তাইজুল ইসলামের তিন আঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত। কিন্তু তাদের প্রচেষ্টায় বাধা দিলেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। বিদায়ের আগে কোহলির নামের পাশে ছিল ২৪ রান।
ভারতের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলায় ঢাকা টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ২২৭ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে অলআউট করার পর গতকাল ৮ ওভার খেলে ভারত। কোনও উইকেট না হারিয়ে ১৯ রানে দ্বিতীয় দিন শুরু করলেও টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়ে সফরকারীরা।
প্রথম ঘণ্টাতেই ফিরিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটারকে। বড় চ্যালেঞ্জের শুরু এরপর। ভারতের ব্যাটিংয়ের দুই মূল ভরসা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি আসেন ক্রিজে। তাদের বল উড়ে ফিল্ডারের আশেপাশে পড়ছিল, কিন্তু অল্পের জন্য থেকে যাচ্ছিল নাগালের বাইরে। অবশেষে শর্ট লেগে দারুণ ক্যাচ নিলেন মুমিনুল, পূজারাকে হারিয়ে চাপে পড়ে ভারত। এরপরই কোহলিকে তুলে নেন তাসকিন।