দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের বন্যা কবলিত কুমিল্লার তিতাস উপজেলার ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
২৩শে আগষ্ট দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্যাকবলিত তিতাস উপজেলার ভিটিকান্দি, কলাকান্দি ও নারানদিয়া ইউনিয়নের ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সাথে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচীব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জসিম উদদীন আহমেদ, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম, যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা যুবদলের সদস্য সচীব রোমান খন্দকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, সদস্য সচিব রিমন খন্দকার প্রমূখ।