কুমিল্লার তিতাসে গোমতীর কবলে পড়ে গত ১৫ দিনে নারান্দিয়া পূর্ব ও পশ্চিম পাড়ের অনেক পরিবারের বসতভিটা বিলিন হয়ে গেছে। এদের অধিকাংশ পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে বসতবাড়িসহ একাধিক কবরস্থান বিলিন হয়ে গেছে। তাই তিতাস মিশন স্কুল পরিবারের পক্ষ থেকে নারান্দিয়া গ্রামে গোমতী নদীর পশ্চিম তীরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ টি পরিবারের মধ্যে এবং দুলারামপুর গ্রামে ৫ টি পরিবার সহ মোট ৩০ টি পরিবারের মধ্যে ১০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়, এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল ফরহাদ, তিতাস উপজেলা মাধ্যমিক বিদ্যালয় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি গ্রামীন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম বাবু অত্র বিদ্যালয়ের সম্মানিত পরিচালক সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ রাতুল সরকার, সহকারী শিক্ষক মোঃ রাসেল মিয়া এবং নারান্দিয়া গ্রামের মেম্বার জনাব মোঃ ফারুক মিয়া, সমাজসেবক জাহাঙ্গীর আলম ইব্রাহিম প্রমুখ।